Founder

As my background literature I should be over there but my fascination was on information technology while doing work as a journalist. I had enthusiasm to create something very accessible to all. In this sense, I had been involved to develop software naming ‘Bijoy Bangla’ for all to use Bengali in their daily activities. Later, I decided to establish a school for kids whom are able to use their leaning matter through a laptop with a mission learning through software.

In 1999, I established a school named Ananda Multimedia School to come true my dream. We have passed more than 12 years with my mission at Gouripur and bagged success, prospects and dignity.

In this long journey the well-wishers, academic staff and guardians were the power to overcome all ordeal situation and come up with a good institution for the young learners in this locality.

Mustafa Jabbar

আমরা সবাই জানি যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০২১সালে ডিজিটাল বাংলাদেশ এবং ২০৪১ সালে

জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ঘোষণা করেছেন। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমরা ৪১ সালে একটি সমৃদ্ধ,উন্নত জ্ঞানভিত্তিক সমাজ গড়তে চাই।

জ্ঞানভিত্তিক সমাজের মূল ভিত্তি হচ্ছে শিক্ষাব্যবস্থাদুর্ভাগ্যজনকভাবে বিদ্যমানশিক্ষাব্যবস্থা ভবিষ্যৎ তো দূরের কথা বর্তমানের জন্য আমাদের সন্তানকে যোগ্যকরে তোলেনা। ইংরেজ প্রবর্তিত সতেরো শতকের শিক্ষাকে ডিজিটাল বাংলাদেশ ওজ্ঞানভিত্তিক সমাজের উপযোগী করার জন্য ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর আমিআনন্দ মাল্টিমিডিয়া স্কুল প্রতিষ্ঠা করেছিলাম। আনন্দ মাল্টিমিডিয়া স্কুল প্রচলিতশিক্ষাব্যবস্থায় একদিকে পাঠ্যক্রম ও পাঠ্যবিষয়ে নতুনত্ব এনেছে এবং অন্যদিকেশিক্ষাদান

পদ্ধতিতে যুগান্তকারী পরিবর্তনও এনেছে আমরা প্রচলিত বই, খাতা,কলম, চক ও ডাস্টার ব্যবহার করার বদলে শিক্ষার্থীকে আনন্দময় ডিজিটালপদ্ধতির শিক্ষাদান করি।

আমি গৌরীপুরে আনন্দ মাল্টিমিডিয়া স্কুলটি স্থাপন করেছিলাম যেটি এতোদিনকেবল ইংলিশ ভার্শনে পরিচালিত হয়ে আসছিলো। এবার আমরা ইংরেজির পাশাপাশি বাংলা মাধ্যমেও আনন্দ মাল্টিমিডিয়া গৌরীপুর শাখাটি পরিচালনা করছি।

আমি আশা করি আমাদের এই নতুন উদ্যোগ আপনার সন্তানকে ডিজিটাল যুগের উপযোগী শিক্ষা প্রদান করে জ্ঞানভিত্তিক সমাজে নেতৃত্ব দেবার যোগ্যতা ও দক্ষতা অর্জনে সাহায্য করবে।

মোস্তাফা জব্বার